সকালে নিজের বাবা-মাকে খুন, বিকেলে বনগাঁর মাদ্রাসায় ঢুকে কুড়ুল-দা হাতে হামলা!

News Front Desk | বনগাঁ | ২৯ মে ২০২৫
উত্তর ২৪ পরগণার বনগাঁতে হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় প্রবল আতঙ্ক ছড়াল।
বর্ধমানের বাসিন্দা হুমায়ুন কবীর নামে এক যুবক আচমকা মাদ্রাসায় ঢুকে উপস্থিত শিক্ষক ও পরিচালকদের উপর কুড়ুল ও দা নিয়ে ভয়ঙ্কর হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত ৪ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় জনতা রাস্তায় নেমে আসে, অবরোধ গড়ে তোলে মাদ্রাসার সামনে।

বনগাঁ থানার IC শিবু ঘোষ উত্তেজিত জনতাকে শান্ত করতে গেলে তিনিও আক্রান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুষ্কৃতীরা বনগাঁ থানায় চড়াও হয়ে ভাঙচুর চালায়। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে ও বেশ কয়েকজনকে আটক করে।এই ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন—”অভিযুক্ত হুমায়ুন কবীর সকালে নিজের বাবা-মা-কে খুন করে এরপর বনগাঁয় এসে এমন ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা মানসিক ভারসাম্যহীনতা থেকে এমন ঘটনা ঘটতে পারে, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *