নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৮ জুন: কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে সংঘটিত গণধর্ষণের ঘটনায় নতুন মোড়। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত থেকে জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের ফলে ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, নিরাপত্তারক্ষীর ঘরেই এই জঘন্য ঘটনা ঘটে। অভিযোগ, পিনাকি বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত থাকা সত্ত্বেও নির্যাতিতাকে কোনো সাহায্য করেননি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনার সম্পূর্ণ চিত্র উদঘাটনের চেষ্টা করছে।
সূত্রের খবর , আজই নির্যাতিতার ফরেন্সিক পরীক্ষা হতে পারে। ইতিমধ্যে মেডিক্যাল টেস্টের প্রাথমিক রিপোর্টে গণধর্ষণের ইঙ্গিত মিলেছে বলে জানা গিয়েছে।
এর আগে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছিল। তারা হলেন – কলেজের প্রাক্তন ছাত্র ও তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) নেতা মনোজিত মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েদ আহমেদ।
এই জঘন্য ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ একাধিক রাজনৈতিক সংগঠন প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আজ আলিপুর আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত এখনও চলছে এবং আরও কারও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।