হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ, চান এফআইআর বাতিল

আজই থানায় হাজিরা দেবার কথা ছিল। মহিলার অভিযোগ – চাকরির প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন ।

নিউজ ফ্রন্ট, কলকাতা, ১ জুলাই: শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগে পুলিশি তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দ । তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি।

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় সোমবার সকাল ১০টায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু সেই তলব এড়িয়ে আইনি পথে হাঁটলেন কার্তিক মহারাজ। সূত্রের খবর, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।

এক মহিলার অভিযোগ অনুযায়ী, ১৩ বছর আগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন কার্তিক মহারাজ। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি নবগ্রাম থানায় ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই মহিলা। তবে কার্তিক মহারাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন ‘আমি সন্ন্যাসী । সন্ন্যাসীদের চলার পথে এইরকম বহু ঝড় আসবে। ক্রমশ সত্য প্রকাশিত হবে।‘

এফআইআর দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। গতকালই  জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়। কিন্তু পুলিশি তলবের বদলে হাইকোর্টের শরণাপন্ন হন তিনি।

কার্তিক মহারাজের আইনজীবীরা হাইকোর্টে যুক্তি দিতে পারেন যে, ১৩ বছর পুরনো ঘটনার অভিযোগ এখন তোলা হচ্ছে কেন? এফআইআর বাতিলের পাশাপাশি পুলিশি তদন্তে স্থগিতাদেশের আবেদনও করা হতে পারে।

অন্যদিকে, মহিলার পক্ষ থেকে বলা হতে পারে যে, যৌন নিপীড়নের মতো সংবেদনশীল বিষয়ে অভিযোগ দায়ের করতে সময় লাগা স্বাভাবিক। সামাজিক চাপ ও ভয়ের কারণে অনেক মহিলাই তাৎক্ষণিক অভিযোগ করতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *