কলকাতা, ২৬ জুলাই ২০২৫: আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে হাতিবাগানের স্টার থিয়েটার থেকে একটি বিশাল ‘তিরাঙ্গা যাত্রা’ (জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা) বের করা হয়।
এই পদযাত্রাটি হাতিবাগান, শ্যামবাজার হয়ে কার্গিলের শহীদ ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত যায়। সেখানে কার্গিল শহীদ ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতা রাহুল সিনহা, তমোঘ্ন ঘোষ সহ বিজেপির একাধিক পুরনো ও বরিষ্ঠ নেতা।
এই উপলক্ষে বিজেপি নেতা রাহুল সিনহা কার্গিল যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “পাকিস্তান সেনার থেকে কার্গিলকে মুক্ত করার সিদ্ধান্ত তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী খুব দ্রুততার সঙ্গে নিয়েছিলেন। সেটি ছিল একটি ঐতিহাসিক জয়।” তাঁর এই মন্তব্যে কার্গিল যুদ্ধের বীরত্ব এবং তৎকালীন নেতৃত্বের দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এই তিরাঙ্গা যাত্রার মাধ্যমে বিজেপি কার্গিল যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।