‘মা’ সিনেমা রিলিজের আগে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন কাজল

নিউজ ফ্রন্ট কলকাতাঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল গতকাল দক্ষিণেশ্বর কালী মন্দিরে মা ভবতারিণীর পুজো দিতে আসেন। তাঁর আসন্ন সিনেমা ‘মা’-এর মুক্তির আগে এই আধ্যাত্মিক সফরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। পিচ রঙের বাঙালিয়ানা শাড়িতে সজ্জিত কাজলের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তদের উচ্ছ্বাসে।

মন্দির থেকে বেরিয়ে কাজল সাংবাদিকদের বলেন, “কলকাতায় এসে মনে হয় মায়ের বাড়ি ফিরেছি। মা কালীর কাছে প্রার্থনা করলাম, আমার ছবি ‘মা’ যেন দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।” তিনি বলেন, “এটি আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্রগুলির একটি।” এই সিনেমাটি একটি স্পিরিচুয়াল হরর ধারার চলচ্চিত্র, যেখানে কাজল একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন।

বিশাল ফুরিয়া পরিচালিত ও অজয় দেবগন-জ্যোতি দেশপাণ্ডে প্রযোজিত এই ছবিতে কাজলের সঙ্গে রয়েছেন রণিত রায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া, শিশুশিল্পী রূপকথা চক্রবর্তী একটি ভূতের চরিত্রে দেখা যাবে। গত বছর কলকাতা ও শান্তিনিকেতনে ছবিটির শুটিং হয়েছে। আগামী সপ্তাহে এর টিজার মুক্তি পাবে, এবং ২৭ জুন হিন্দি, বাংলা, তামিল ও তেলুগু—চার ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

‘মা’ সিনেমাটি ভালো-মন্দের লড়াই ও অতিপ্রাকৃত থ্রিলার নিয়ে আসছে, যা কাজলের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *