জেরুজালেম ও ওয়েস্টব্যাঙ্কে ২০টি ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন ঘোষণা
তেল আবিব/তেহেরান: ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গতরাত থেকে ইরান ইজরায়েল লক্ষ্য করে ৩০টি ড্রোন হামলা চালিয়েছে। তবে ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনই সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে।
এছাড়াও জেরুজালেম ও ওয়েস্টব্যাঙ্ক অঞ্চল লক্ষ্য করে প্রায় ২০টি ইরানী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এই হামলার ফলে ইজরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে সরকারি পর্যায়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরান-ইজরায়েল সংঘাতের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন পশ্চিম এশিয়ায় অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েনের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, তেহরেরানের সাধারণ বাসিন্দাদের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার কোনো অভিপ্রায় তাদের নেই। তার এই মন্তব্য বর্তমান উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
আরব ও মুসলিম দেশগুলোর যৌথ বিবৃতি
কুড়িটি আরব ও মুসলিম দেশের বিদেশ মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ইরানের ওপর ইজরায়েলের হামলা কমানোর আহ্বান জানিয়েছেন। এই বিবৃতিতে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রীরা স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে পশ্চিম এশিয়ার দেশগুলির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সংহতি রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আরব ও মুসলিম দেশগুলো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি নতুন মাত্রা যোগ করেছে। ইরান ও ইজরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এখন সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আরও বড় সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে।