নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৮ অগাস্ট:
কল্যাণী এইমস হাসপাতালে মানসিক চিকিৎসা পরিষেবার আড়ালে এনআরসি সমীক্ষা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, “ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সবাইকে আমি সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”
একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’ চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
- আগামী এক বছর যারা রাজ্যে ফিরেছেন, তাঁরা মাসে ₹৫,০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন।
- এর জন্য পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
- শ্রমিকদের জন্য জব কার্ডও প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “আমাদের শ্রমিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্যই এই প্রকল্প। ভিন রাজ্যে হেনস্থা সহ্য করে কাজ করতে হবে না।”
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের অভিযোগ তুলেছেন যে, নিজেদের রাজনৈতিক স্বার্থেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার বিরোধিতা করছে।
কটাক্ষ করে তিনি বলেন, “উনার এখন রাতে ঘুম আসে না। মাঝেমধ্যে চমকে চমকে NRC, NRC করেন। উনার কথা সংবিধানবিরোধী এবং রাষ্ট্রবিরোধী।”
রাজনৈতিক মহলে মত, মুখ্যমন্ত্রীর একদিকে এনআরসি-র ভয় দেখানোর অভিযোগ, অন্যদিকে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা—এই দুটি পদক্ষেপ সরাসরি ভোট-রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূল যেখানে শ্রমিক ও সাধারণ মানুষের আস্থা টানতে চাইছে, বিজেপি সেখানে রাজ্যের অবস্থানকে সংবিধান-বিরোধী বলে তুলে ধরছে।
প্রশ্ন একটাই—আসন্ন দিনে এই সংঘাত কতটা প্রভাব ফেলবে রাজ্যের রাজনৈতিক সমীকরণে?