১৫ মাস তদন্তেও স্পষ্ট ছবি দিতে পারেনি সিআইডি, অসন্তুষ্ট হাইকোর্ট
কলকাতা, ১ জুলাই: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরুপ মামলায় সিআইডির ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তদন্তভার সিআইডির হাত থেকে কলকাতা পুলিশের প্রতারণা ও জালিয়াতি বিভাগের হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, ১৫ মাস ধরে তদন্ত করেও সিআইডি মামলার স্পষ্ট ছবি তুলে ধরতে পারেনি। শুধু সিআইডির গাছাড়া মনোভাবই নয়, পূর্ব বর্ধমানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) ভূমিকাও একেবারেই সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছে আদালত ।
আদালতের বক্তব্য অনুযায়ী, এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের হাতে তদন্ত হস্তান্তর করতে তাঁরা বাধ্য হয়েছেন। দীর্ঘ সময় ধরে তদন্ত চললেও কোনো সুস্পষ্ট অগ্রগতি না হওয়ায় আদালত এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আফসার হোসেন এই ঘটনার তদন্তের দায়িত্ব পাবেন। প্রতারণা ও জালিয়াতি বিভাগের একজন দক্ষ অফিসার হিসেবে তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার অর্পণ করা হয়েছে।
মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৮ জুলাই। সেদিন নতুন তদন্তকারী সংস্থার প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করা হতে পারে বলে জানা গেছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সিআইডির তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মামলার বাদী পক্ষ। এবার কলকাতা পুলিশের হাতে তদন্ত যাওয়ায় দ্রুত সত্য উদ্ঘাটনের আশা করছেন সংশ্লিষ্ট পক্ষগুলি।