নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা |
রাজ্যে রেশন পরিষেবা নিয়ে অভিযোগ ক্রমেই বাড়ছে। সেই অভিযোগ দ্রুত চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য খাদ্য দপ্তর। চলতি মাস থেকেই রাজ্যের প্রতিটি পুরসভা ও ব্লকে মাসিক বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বৈঠকে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট এলাকার রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর, গ্রাহক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিরা। মূলত সরাসরি অভিযোগ শোনার পাশাপাশি সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধান খোঁজার লক্ষ্যেই এই বৈঠকের উদ্যোগ।
জেলা খাদ্য নিয়ামকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বৈঠকের বিস্তারিত তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। এতে থাকবে— কে কে উপস্থিত ছিলেন, বৈঠকের আলোচ্য সূচি, কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে— এই সব তথ্য।
খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, মাসিক বৈঠকগুলি যাতে নিয়মিত হয়, তা নিশ্চিত করতে মহকুমা খাদ্য নিয়ামকদের সক্রিয় নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। ফর্ম্যাট অনুযায়ী কীভাবে রিপোর্ট আপলোড করতে হবে, তাও ইতিমধ্যেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রতিটি জেলা খাদ্য নিয়ামককে।
রাজ্যজুড়ে রেশন পরিষেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সমস্যা সমাধানের লক্ষ্যে প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে খাদ্য দপ্তরের একাংশ।