বিশ্বজয়ীদের অভ্যর্থনা রাষ্ট্রপতি ভবনে! দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করল হরমনপ্রীতদের দল

নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, নভেম্বর ৬:

ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সকল সদস্য, কোচিং স্টাফ ও ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা।

রাষ্ট্রপতি মুর্মু মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন জানান এবং বলেন, “আপনারা শুধু ক্রিকেট মাঠেই নয়, কোটি কোটি ভারতীয় নারীর মনে নতুন অনুপ্রেরণার সঞ্চার করেছেন।” তিনি আরও উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে আগ্রহী তরুণীরা, এই জয় থেকে আত্মবিশ্বাস ও সাহস পাবে।

দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে দলের স্বাক্ষরিত জার্সি এবং বিশ্বকাপ ট্রফি উপহার দেন। তিনি বলেন, “এই ট্রফি শুধু দলের নয়, গোটা দেশের।”

এবারের আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতীয় দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে তারা। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, শৃঙ্খলা এবং দলগত ঐক্যের প্রতিফলন ঘটেছে প্রতিটি ম্যাচে।

রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে খেলোয়াড়রা তাঁদের জয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মুর্মু প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের এই অর্জন ভারতীয় ক্রীড়ার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”

ভারতের মহিলা ক্রিকেট দলের এই জয় কেবল একটি ট্রফি জয় নয়—এটি নারী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস ও সাফল্যের এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *