নয়া দিল্লি, ১১ সেপ্টেম্বর: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। জানা গেছে, কাজের প্রলোভন দিয়ে বেশ কিছু ভারতীয় যুবককে রুশ সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক কড়া বিবৃতি জারি করে সকল ভারতীয় নাগরিককে এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে, ভারত সরকার গত এক বছরে একাধিকবার এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন, “আমরা রুশ সেনায় ভারতীয় নাগরিকদের নিয়োগের খবর দেখেছি। এই ধরনের কাজ যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক, সে ব্যাপারে আমরা বারবার নাগরিকদের সতর্ক করেছি।”
নয়াদিল্লি এই বিষয়ে সক্রিয়ভাবে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। জয়সওয়াল নিশ্চিত করেন যে, ভারত সরকার দিল্লি এবং মস্কো— উভয় স্থানেই রুশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি উত্থাপন করেছে। ভারত দাবি জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হোক এবং যারা ইতোমধ্যে রুশ সেনায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক। তিনি আরও বলেন যে, ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও সরকার নিয়মিত যোগাযোগ রাখছে।
এই ঘটনাটি প্রকাশ্যে আসে যখন একটি সংবাদপত্রে প্রকাশিত হয় যে, দুই ভারতীয় নির্মাণ শ্রমিককে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে জোর করে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, তাদের মতো অন্তত আরও ১৩ জন ভারতীয় একইভাবে রুশ সেনার হয়ে যুদ্ধ করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়া সেনা ঘাটতিতে ভুগছে এবং সে কারণেই বিদেশি নাগরিকদের নিয়োগের দিকে ঝুঁকছে। এদিকে, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে চাপে রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে সামরিক সাহায্য দিয়ে চলেছে। রাশিয়া যদিও বলছে, তারা ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা বন্ধ করতেই এই অভিযান শুরু করেছে। তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে, যার ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং খাদ্যশস্যের সরবরাহে বিঘ্ন ঘটছে।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আবারও সব ভারতীয় নাগরিকদের দৃঢ়ভাবে অনুরোধ করা হয়েছে, যেন তারা রুশ সেনায় যোগদানের যেকোনো প্রস্তাব থেকে সম্পূর্ণভাবে দূরে থাকেন, কারণ এই পথ অত্যন্ত বিপজ্জনক।