নিউজ ফ্রন্ট, নিউ ইয়র্ক, ৭ অক্টোবর:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তীব্রভাবে আক্রমণ করল ভারত। সোমবার “Women, Peace and Security” বিষয়ে এক উন্মুক্ত বিতর্কে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভথনেনি হরিশ পাকিস্তানকে আখ্যা দেন এমন এক দেশ হিসেবে—
“যে দেশ নিজের নাগরিকদের ওপর বোমা ফেলে এবং পরিকল্পিত গণহত্যা চালায়।”
ভারতের কূটনীতিক বলেন, “প্রতি বছরই আমরা দুর্ভাগ্যবশত পাকিস্তানের ভ্রান্ত ও বিভ্রান্তিকর বক্তব্য শুনতে বাধ্য হই— বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে, যে ভারতীয় ভূখণ্ডের দিকে তাদের লালসা।”
তিনি স্মরণ করিয়ে দেন ১৯৭১ সালের ‘অপারেশন সার্চলাইট’, যখন পাকিস্তানি সেনারা তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) ৪ লক্ষাধিক নারীর উপর সংঘবদ্ধ ধর্ষণ ও গণহত্যা চালিয়েছিল।
হরিশ বলেন,
“একটি দেশ, যে নিজেই নিজের জনগণকে হত্যা করে, সে শুধু বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য প্রপাগান্ডা চালাতে পারে— সত্যকে নয়।”
তিনি আরও বলেন, “বিশ্ব আজ পাকিস্তানের এই ভণ্ডামি ও মিথ্যাচার স্পষ্টভাবে দেখতে পাচ্ছে।”
‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ে ভারতের অবস্থান
ভারতীয় রাষ্ট্রদূত জানান, ভারত ‘Women, Peace and Security’ এজেন্ডায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশেষত গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত।
তিনি বলেন, “ষাটের দশকেই ভারত প্রথমবার নারী চিকিৎসক অফিসারদের কঙ্গোতে পাঠিয়েছিল — যা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণের এক ঐতিহাসিক দৃষ্টান্ত।”
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারত “International Conference on Women Peacekeepers from the Global South” আয়োজন করে, যেখানে ৩৫টি দেশের নারী শান্তিরক্ষীরা অংশ নিয়েছিলেন।