পহেলগাঁও হামলার পরেও ক্রিকেট সম্পর্ক বজায় রাখার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক
কলকাতা, ২৮ জুলাই ২০২৫: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে যখন ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত, তখন আসন্ন এশিয়া কাপে দুই দেশের ক্রিকেট ম্যাচ হওয়া উচিত কি না—এই প্রশ্নে বিভক্ত জনমত। একদিকে যখন কড়া অবস্থান নিচ্ছে রাজনৈতিক মহল, অন্যদিকে খেলাধুলা যেন তার নিজস্ব ধর্মেই এগিয়ে চলার বার্তা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স অব ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলী। তাঁর স্পষ্ট মত—সন্ত্রাসবাদ ও খেলা এক নয়, তাই খেলা চলতে দিতে হবে। সৌরভের এই মন্তব্যকে কেন্দ্র করে ফের নতুন করে বিতর্কের ঢেউ উঠেছে ক্রীড়ামহলে।
আজ কলকাতায় এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, “আমি ঠিক আছি। খেলা চলুক।” তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক, কিন্তু তবুও খেলা চালিয়ে যাওয়া উচিত। সন্ত্রাসবাদ হওয়া উচিত নয়, আর সেটা বন্ধ করতেই হবে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু খেলা খেলা উচিত।”
সৌরভ গাঙ্গুলীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েও যখন বোর্ডের সমালোচনা হচ্ছে, তখন সৌরভ তাতে কোনো ভুল দেখেননি। তিনি বলেন, “আমার এতে অসুবিধা নেই। খেলা চলুক। একইসঙ্গে পহেলগাঁও-এর মতো ঘটনা যাতে আর না ঘটে। কিন্তু খেলাকে চলতে দিতে হবে।”
প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হলেও, খেলাধুলা বন্ধ করার পক্ষে নন। তাঁর মতে, যদি দ্বিপাক্ষিক ম্যাচ না খেলা হয়, তাহলে আন্তর্জাতিক ম্যাচও খেলা উচিত নয়।
উল্লেখ্য, এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, যেখানে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৯টি ম্যাচ খেলা হবে। ভারত ও পাকিস্তান উভয়ই গ্রুপ এ-তে রয়েছে এবং তাদের প্রথম ম্যাচ ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।