ম্যালেরিয়ার বিরুদ্ধে ভারতের বড় সাফল্য — ICMR তৈরি করল উন্নত টিকা ‘AdVa-FalciVax’

নিউজ ফ্রন্টঃ  ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR) সম্প্রতি উদ্ভাবন করেছে একটি উন্নত ও কার্যকরী ম্যালেরিয়া প্রতিরোধী টিকা—‘AdVa-FalciVax’

এই টিকা মূলত Plasmodium falciparum প্রজাতির ম্যালেরিয়া রোধে তৈরি করা হয়েছে, যা সবচেয়ে প্রাণঘাতী ম্যালেরিয়া পরজীবী হিসেবে পরিচিত। শুধুমাত্র ব্যক্তিগত সুরক্ষা নয়, এই টিকার লক্ষ্য সমাজে সংক্রমণের শৃঙ্খল ভেঙে কমিউনিটি লেভেলে ম্যালেরিয়া রোধ করা।

এই টিকা যাতে দ্রুত এবং বৃহৎ পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে, সেজন্য ইতিমধ্যেই একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে ICMR।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ২৬ কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন, যা আগের বছরের তুলনায় ১ কোটিরও বেশি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের এই নতুন ভ্যাকসিন বৈশ্বিক মঞ্চে আশার আলো দেখাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই টিকা শুধু ভারতের জনগণের সুরক্ষা নিশ্চিত করবে না, বরং বিশ্বব্যাপী ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে বড় ভূমিকা নিতে পারে।

আরও পড়ুনঃ মথুরা-যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৬, আহত ২ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *