সিরাজের আগুনে বোলিংয়ে ভর করে প্রথম দিন দাপট দেখালো ভারত, ব্যাট হাতে অর্ধশতকে অপরাজিত রাহুল

নিউজ ফ্রন্ট, ২ অক্টোবর :
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দারুণভাবে নিয়ন্ত্রণে রাখল ভারত। বৃহস্পতিবার স্টাম্পসের সময় ভারতের স্কোর ২ উইকেটে ১২১, ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসের ১৬২ রানের থেকে মাত্র ৪১ রান পিছিয়ে।

দিনের শুরুতেই ভারতীয় বোলারদের দাপটে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ। মাত্র ৪৪.১ ওভারে ১৬২ রানে অলআউট হয় অতিথি দল। বল হাতে দিনের সেরা পারফরমার ছিলেন মোহাম্মদ সিরাজ। তাঁর বিধ্বংসী স্পেলে মাত্র ৪০ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন তিনি। সিরাজের ধারালো বোলিংয়ে ব্যাটসম্যানরা কোনও জবাব খুঁজে পাননি।

এরপর ব্যাট হাতে জবাব দিতে নেমে ভারতও দেখায় সংযম। ওপেনার যশস্বী জয়সওয়াল ৩৬ রান করে সাজঘরে ফেরেন, জেডেন সিলসের বলে কট-বিহাইন্ড। অভিষেক ম্যাচে নামা বি. সাই সুদর্শন মাত্র ৭ রানে এলবিডব্লিউ হন রোস্টন চেজের বলে। তবে চাপে পড়েও ইনিংসকে গুছিয়ে নেন কেএল রাহুল

রাহুল ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলেন, অপরাজিত ৫৩ রান করে দিন শেষ করেন। ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে সামান্য সমস্যা দেখা দিলেও, ফিজিওর সাহায্য নিয়ে মাঠেই থেকে যান তিনি। তাঁর ব্যাট থেকে আসে ৬টি চার এবং এদিনই তিনি তুলে নেন নিজের ২০তম টেস্ট অর্ধশতক। তাঁর পাশে অপরাজিত ছিলেন শুভমান গিল (১৮ রান)

প্রথম দিনের শেষে ভারতের অবস্থান যথেষ্ট শক্তিশালী। হাতে এখনও ৮ উইকেট, সামান্য ব্যবধান পুষিয়ে দিয়ে এখন লিড নেওয়ার দিকেই নজর রোহিত শর্মার দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *