মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০টি বাড়ি টানা চার মাস ধরে জলের তলায়!

নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ, ১০ অক্টোবর:

টানা বর্ষণ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার জেরে মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে চরম জলজট পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় চার মাস ধরে এলাকায় ১০০টিরও বেশি বাড়ি জলের তলায় পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসন ও জন প্রতিনিধিদের জানানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি। ক্রমাগত জল জমে থাকার ফলে এলাকায় নোংরা পরিবেশ তৈরি হয়েছে — সাপ, ব্যাঙ, মশা ও অন্যান্য কীটপতঙ্গ বাড়িতে ঢুকে পড়ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতার কারণে প্রতিদিনই নাজেহাল হতে হচ্ছে। যাতায়াত বন্ধ, বাজার-হাটে সমস্যা, শিশুদের স্কুলে যাতায়াতে বিপত্তি — সব মিলিয়ে জীবনযাত্রা কার্যত স্তব্ধ। পাশাপাশি, এলাকায় রাস্তার লাইটগুলিও নষ্ট বা কাটা রয়েছে। নেরু কালী মন্দিরে যাওয়ার রাস্তা পুরোপুরি আবর্জনায় ভর্তি, পানীয় জলের সঙ্কটও প্রকট হয়ে উঠেছে।

বিক্ষুব্ধ স্থানীয়রা আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, পৌরসভা ও প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

এই প্রসঙ্গে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর বলেন, “জলমগ্ন এলাকাটা পুরসভার আইন অনুযায়ী গড়ে ওঠেনি। যেসব বাড়ি আইন না মেনে তৈরি হয়েছে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে কাজ করে না। ফলে জল বের হতে পারছে না।”

পৌরপিতার এই বক্তব্য নাগরিকদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। আইন মানা না হলে নাগরিক পরিষেবা দেওয়া হবে না, এমন প্রশ্নে এখন প্রশাসন কবে এই জলমগ্ন এলাকাবাসীর আর্তনাদ শুনবেন, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *