বাংলাদেশি নাগরিক শাশুড়িকে মা বানিয়ে নাম তুলল ভোটার তালিকায়! বনগাঁয় ফের ভুয়ো ভোটারের চাঞ্চল্যকর অভিযোগ

নিউজ ফ্রন্ট | বনগাঁ | ২৫ জুলাই, ২০২৫ উত্তর ২৪ পরগণার বনগাঁয় ফের ভুয়ো ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য! অভিযোগ, এক বাংলাদেশি নাগরিক নিজের শাশুড়িকে ‘মা’ পরিচয় দিয়ে ভারতের ভোটার তালিকায় নিজের নাম তোলার অভিযোগে জড়িয়ে পড়েছে। অভিযুক্তের নাম রিজাউল মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিজাউলের শ্বশুরবাড়ি ভারতে হলেও তাঁর নিজস্ব নাগরিকত্ব বাংলাদেশি। অথচ সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের পরিচয় গোপন করে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। অভিযোগ, শাশুড়িকে নিজের ‘মা’ হিসেবে দেখিয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করান তিনি।

এ নিয়ে বনগাঁ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন,

“এটা একটা নজির নয়, বরং বরফের চূড়া। বনগাঁ ও আশপাশের বিভিন্ন অঞ্চলে এমন ভুয়ো ভোটারের সংখ্যা অনেক। প্রশাসনের একাংশ মদত না দিলে এটা সম্ভব নয়। আমরা বিস্তারিত তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।”

স্থানীয়দের একাংশের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অনুপ্রবেশ ঘটছে রাজনৈতিক স্বার্থে। নির্বাচন আসতেই এদের ভোটকে মূলধন হিসেবে ব্যবহার করা হয় বলে দাবি তাদের।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তবে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই অভিযোগের পর স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে একজন বিদেশী নাগরিক জাল পরিচয়পত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলতে পারলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটি সীমান্ত সুরক্ষা এবং ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকেও সামনে নিয়ে এসেছে।

এই ঘটনাটি রাজ্যের আসন্ন নির্বাচন এবং নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

 এই ঘটনা ভোটার তালিকার স্বচ্ছতা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *