নিউজ ফ্রন্টঃ পেহেলগাম জঙ্গি হানার প্রত্যাঘাত স্বরূপ ভারত অপারেশন ‘সিদুর’ অভিযানে নেমে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দেয়। বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে, ভারতের প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে টোকিও সফরে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদবিরোধী ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সফর সম্পর্কে অভিষেক বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান তুলে ধরতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হতে পেরে আমি গর্বিত।”

তিনি টোকিও সফরের প্রথম দিনে এডোগাওয়া-তে মহাত্মা গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন, যা ভারত-জাপান সম্পর্ক ও শান্তি-অহিংসার প্রতীক হিসেবে বিবেচিত। সফরকালে ভারতের দূতাবাসে রাষ্ট্রদূত সিবি জর্জের কাছ থেকে প্রতিনিধিদলটি বিস্তারিত ব্রিফিং গ্রহণ করে।

এছাড়াও জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়া, প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং জাপানের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে আলোচনা হয়। বৈঠকগুলিতে সন্ত্রাসবাদ, আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় এবং ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জোরালোভাবে তুলে ধরা হয়।সুত্রের খবর ভারতের সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার প্রচেষ্টায় জাপানের পক্ষ থেকে ব্যাপক সমর্থন প্রকাশ করা হয়।
