দমকলের ৬ ঘণ্টার সংগ্রামে আজ সকালে আগুন নিয়ন্ত্রণে
নিউজ ফ্রন্ট কলকাতা, ১৬ জুন: কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকার ঐতিহ্যবাহী খিদিরপুর বাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেরশোরও বেশি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দমকল বিভাগের ২১টি ইঞ্জিনের প্রায় ছয় ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রায় দেড়শো বছরের পুরানো এই বাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে তেল ও চালের গুদামসহ বিভিন্ন ধরনের দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেছেন যে, দমকল বিভাগ ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন, “দমকল বাহিনী সঠিকভাবেই তাদের দায়িত্ব পালন করেছে।” তিনি আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের প্রশংসা করেছেন।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন যে, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
খিদিরপুর বাজার কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের কেনাকাটা হয় এবং এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শত শত ব্যবসায়ী ও তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।