মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে আইনি ব্যবস্থা, কঠোর নির্দেশ নির্বাচন কমিশনের

নিউজ ফ্রন্ট | কলকাতা | ১২ নভেম্বর ২০২৫:
ভোটার তালিকা সংশোধনের কাজে বড় সতর্কবার্তা জারি করল নির্বাচন কমিশন। মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন (Representation of the People Act), ১৯৫০–এর ৩২ নম্বর ধারায় এই অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে, মৃত বা স্থানান্তরিত ভোটারের নামে ফর্ম জমা দেওয়া একেবারেই বেআইনি। কোনও ক্ষেত্রেই এমন কাজকে প্রশাসনিক ত্রুটি হিসেবে গণ্য করা হবে না। সংশ্লিষ্ট এলাকায় বুথ লেভেল এজেন্টদের (BLA) দায়িত্ব, তাঁদের অংশের ভোটার তালিকা পর্যালোচনা করে মৃত, স্থানান্তরিত বা পুনরাবৃত্ত ভোটারদের শনাক্ত করা।

কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজনৈতিক দলের মনোনীত বুথ লেভেল এজেন্টকেই স্থানীয় ভোটার হতে হবে। তবে প্রয়োজনে একই বিধানসভা কেন্দ্রের অন্য পার্টের ভোটারকেও বিএলএ হিসেবে নিয়োগ করা যেতে পারে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “ভোটার তালিকা হালনাগাদের কাজ অত্যন্ত সংবেদনশীল। মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়া মানে তথ্য জালিয়াতি, যা ফৌজদারি অপরাধ।” তিনি আরও জানান, মৃত ভোটারদের নাম মুছে ফেলার প্রক্রিয়ায় পরিবারের পক্ষ থেকে সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক।

রাজ্যে বর্তমানে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়া। কমিশনের নতুন এই নির্দেশের ফলে জেলার নির্বাচনী দপ্তর এবং বুথ লেভেল অফিসারদের (BLO) কাজ আরও কঠোরভাবে তদারকি হবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বিভিন্ন জেলায় মৃত বা অনুপস্থিত ভোটারের নামে ভোটদানের অভিযোগ উঠেছিল। সেই ধরনের অনিয়ম রুখতে কমিশনের এই কঠোর বার্তা তাৎপর্যপূর্ণ।

কমিশনের বার্তা স্পষ্ট ভোটার তালিকা সংশোধনে অনিয়ম বা জালিয়াতির কোনও রকম ছাড় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *