উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিণ্ডন এয়ারবেসে আজ ভারতীয় বায়ুসেনার ৯৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এদিনের অনুষ্ঠানজুড়ে চোখধাঁধানো আকাশ প্রদর্শনী, ঐতিহ্যবাহী ফ্লাইটের ফ্লাইপাস্ট এবং আধুনিক যুদ্ধবিমানের প্রদর্শন ঘিরে ছিল দর্শকদের উচ্ছ্বাস।
গাজিয়াবাদ, ৮ অক্টোবরঃ
আজ ভারতীয় বায়ুসেনা (IAF)-র ৯৩তম প্রতিষ্ঠা দিবস ঘিরে হিণ্ডন এয়ারবেসে অনুষ্ঠিত হলো এক মহাসমারোহপূর্ণ অনুষ্ঠান। আকাশে একের পর এক ফ্লাইপাস্ট, যুদ্ধবিমানের স্টান্ট, হেলিকপ্টার প্রদর্শনী আর ঐতিহ্যবাহী বিমানগুলির অংশগ্রহণে রঙিন হয়ে উঠল সকালবেলার আকাশ।
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এই উপলক্ষে ভাষণ রাখতে গিয়ে বলেন—
“ভারতীয় বায়ুসেনা তার বিনম্র সূচনা থেকে আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনা হয়ে উঠেছে। ‘অপারেশন সিন্ধুর’-এর সাফল্য প্রমাণ করেছে, ভারতীয় বায়ুসেনা শুধু প্রতিরক্ষাতেই নয়, আক্রমণাত্মক সক্ষমতাতেও সমান দক্ষ।”
তিনি জানান, অপারেশন সিন্ধুর চলাকালীন বায়ুসেনার নিখুঁত ও সাহসী আক্রমণ শত্রু ঘাঁটিগুলিকে ধ্বংস করে ভারতের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অভিযানে সাফল্যের পর বিশ্বজুড়ে ভারতীয় বায়ুসেনার সক্ষমতা ও পরিকল্পনার প্রশংসা হয়েছে।

এয়ার চিফ মার্শাল সিং আরও বলেন—
“আমাদের পরিকল্পনা হতে হবে উদ্ভাবনী, বাস্তবধর্মী ও অভিযোজনক্ষম। প্রশিক্ষণ হতে হবে সেই নীতিতে, যেভাবে আমরা যুদ্ধ করি— Train like we fight।”
তিনি জোর দিয়ে বলেন, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ ও দক্ষ হতে হবে।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পাহালগাম সন্ত্রাসী হামলার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ শুরু করে। চার দিনব্যাপী এই অভিযানে পাকিস্তান অধিকৃত অঞ্চলে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে অভিযান শেষ হয়।

এছাড়াও, এদিনের অনুষ্ঠানে বায়ুসেনার Heritage Flight অংশ নেয়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ঐতিহাসিক বিমান থেকে শুরু করে আধুনিক রাফাল ও সুকোই-৩০ এমকেআই পর্যন্ত নানা যুদ্ধবিমান উড়ে আকাশে তৈরি করে গর্বের রঙিন চিত্র।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো দর্শক এই আকাশ প্রদর্শনী উপভোগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন—
“দেশের গর্ব, দেশের রক্ষাকবচ— ভারতীয় বায়ুসেনা।”
৯৩ বছরে পদার্পণ করে ভারতীয় বায়ুসেনা আজ শুধু প্রতিরক্ষার প্রতীক নয়, আত্মনির্ভর ভারতের প্রযুক্তিগত অগ্রগতিরও প্রতিচ্ছবি। আকাশে গর্জে উঠছে শক্তির, সাহসের আর ভারতের গর্বের প্রতীক— IAF!