নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
স্ত্রী খুনের তিন বছরের মাথায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন স্বামী। মুর্শিদাবাদের লালগোলা থানার দক্ষিণ লতিবের পাড়ায় ২০২২ সালের ৩ জুলাই শ্বাসরোধ করে খুন হন করেমা বিবি। এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন করেমার স্বামী মোশারফ আলী।
অভিযোগ, সেদিন রাতের অন্ধকারে স্ত্রী ফরেমাকে শ্বাসরোধ করে খুন করেন মোশারফ। ভয়ঙ্কর সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাঁদের ছেলে আব্দুল কাদির শেখ, যিনি মাকে খুন করতে নিজের বাবাকেই দেখতে পান।
ঘটনার পর ২০২২ সালের ৫ জুলাই করেমার বাবা ইয়াকুব আলী লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন (কেস নং – ২২২/২০২২)। অভিযোগের ভিত্তিতে প্রথমে মোশারফের ভাই এবাদুর শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে ৭ জুলাই পালানোর চেষ্টা করার সময় লালগোলা নেতাজি মোড় থেকে মোশারফকেও আটক করা হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে ১২ সেপ্টেম্বর ২০২৫ মুর্শিদাবাদ জেলা আদালত দোষী সাব্যস্ত করে মোশারফ আলীকে। বিচারক রায়ে মোশারফকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছ’মাস জেল খাটতে হবে।
এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ নকিবুদ্দিন এবং সওকাত আলী। রায় ঘোষণার পর মৃতার পরিবার আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।