নিউজ ফ্রন্ট নয়াদিল্লি, ১৬ জুন: হাওড়ায় আইনজীবীদের উপর লাঠিচার্জের মামলায় ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বড় স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সেই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে শীর্ষ আদালত, যেখানে এই কর্মকর্তাদের আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছিল এবং ২৫ জুন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
স্বস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাওড়া পুলিশ কমিশনার সহ চারজন আইপিএস অফিসার। এই পুলিশ কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নোটিশ জারি করেছে। পাশাপাশি ছয় সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশও দিয়েছে।

এই মামলাটি ২০১৯ সালে হাওড়া পৌর কর্পোরেশন কাউন্সিল প্রাঙ্গণে বাইক পার্কিং নিয়ে বিরোধের সাথে সম্পর্কিত। সেই সময় পুলিশ এবং আইনজীবীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের লাঠিচার্জে বহু আইনজীবী আহত হন। এই ঘটনায় আইনি মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

কলকাতা হাইকোর্ট এই ঘটনার স্বতঃপ্রণোদিতভাবে সংজ্ঞান নিয়ে তদন্ত করে। এরপর সাতজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এই আদেশে আপাতত স্বস্তি পেলেও এই মামলার পরবর্তী শুনানিতে কী হবে, তা দেখার বিষয়।
