নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুর শহর সংলগ্ন গির্জা মোড় এলাকায় একটি গেস্ট হাউসে হানা দিয়ে বড়সড় মধুচক্রের হদিশ পেল পুলিশ। শুক্রবার বিকেলে বহরমপুর থানার পুলিশের এই ঝটিকা অভিযানে গেস্ট হাউসের মালিক ও ম্যানেজারসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই তরুণীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গির্জা মোড় সংলগ্ন একটি গেস্ট হাউসে দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে গোপন সূত্রে খবর আসছিল। সেই খবরের ভিত্তিতেই আজ বিকেলে বহরমপুর থানার আইসি (IC) উদয় শঙ্কর ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে হানা দেয়। এই দলে ছিলেন টিএসআই (TSI) বিশ্বজিৎ ঘোষাল সহ মহিলা পুলিশ আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,
গেস্ট হাউসের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। অভিযোগ, মালিক ও ম্যানেজার পরিকল্পিতভাবে এই অনৈতিক কারবার চালাচ্ছিলেন। ধৃতদের মধ্যে রয়েছেন গেস্ট হাউসের মালিক বিশ্বজিৎ দে (৫৬) , ম্যানেজার অসিত ঘোষ (৪৬), সেনাউল হোসেন (৪৭) এবং বিশ্বরূপ হাজরা (৩৫)
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে সেনাউল ও বিশ্বরূপ খদ্দের হিসেবে সেখানে উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে। ধৃত ৪ জনকেই হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন ওই গেস্ট হাউসের ঘর থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তাদের বয়ান রেকর্ড করার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অনৈতিক পাচার প্রতিরোধ আইন (ITPA)-এর অধীনে মামলা রুজু করেছে বহরমপুর থানা।
পুলিশের এক আধিকারিক জানান, “আইনি সমস্ত নিয়ম মেনেই এই অভিযান চালানো হয়েছে। এলাকায় এই ধরণের বেআইনি কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” আগামীকাল ধৃতদের জেলা আদালতে পেশ করা হবে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।