বাঙালি বিজ্ঞানীর ঐতিহাসিক সাফল্য: শুভব্রত সেন পাচ্ছেন পার্কিন পুরস্কার

নিউজ ফ্রন্ট, জুলাই: ভারতীয় বিজ্ঞান জগতে এক ঐতিহাসিক মুহূর্ত! কলকাতার শ্যামবাজারের বাসিন্দা, শিবনাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভব্রত সেন এবং তাঁর গবেষক দল রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির মর্যাদাপূর্ণ পার্কিন পুরস্কারে ভূষিত হতে চলেছেন। এই প্রথম কোনও ভারতীয় গবেষক দল এই বিশ্বখ্যাত পুরস্কারের জন্য নির্বাচিত হল।

অধ্যাপক সেন এবং তাঁর দলের আবিষ্কৃত ‘অল্টারনেট ইলেকট্রোড ইলেকট্রোলিসিস’ (AEE) প্রযুক্তির জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে। এই অভিনব প্রযুক্তি রসায়ন শাস্ত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

আধুনিক রসায়নের জনক স্যার উইলিয়াম হেনরি পার্কিনের নামাঙ্কিত এই পুরস্কার রসায়ন জগতে সর্বোচ্চ সম্মানের প্রতীক। ১৮৫৬ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথম কৃত্রিম রঞ্জক পদার্থ আবিষ্কারক পার্কিনের স্মৃতিতে এই পুরস্কার প্রবর্তিত হয়।

কলকাতার শ্যামবাজার এলাকার এই কৃতী সন্তানের সাফল্যে গর্বিত সমগ্র রাজ্যবাসী। বাংলার বিজ্ঞান চর্চার ঐতিহ্যে এক নতুন পালক যুক্ত হল অধ্যাপক সেনের এই অসামান্য কৃতিত্বে।

বিজ্ঞান মহলে এই পুরস্কার লাভকে ভারতীয় গবেষণার এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র দেশের বিজ্ঞান গবেষণার মান ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। অধ্যাপক সেনের এই সাফল্য দেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *