নিউজ ফ্রন্ট, ৩ জুলাই: হিমাচল প্রদেশে অবিরাম বৃষ্টিপাত ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। যদিও বুধবার বৃষ্টিপাত থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেছে, তবে রাজ্যের অধিকাংশ জেলায় ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা বহাল রয়েছে।
রাজ্যে মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে , আহতের সংখ্যা শতাধিক এবং ২১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজে এনডিআরএফ ও এসডিআরএফের দল নিয়োজিত রয়েছে।
অন্যদিকে মানালি-কেলাং সড়কের সোলাং নালায় হঠাৎ বন্যা দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রকার প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্যার কারণে মানালি-কেলাং সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কেলাং অভিমুখী এবং মানালি আসা যানবাহনগুলিকে রোহতাং পাস হয়ে পাঠানো হচ্ছে।