নিউজ ফ্রন্ট, মুম্বাইঃ মহারাষ্ট্র জুড়ে টানা বর্ষণে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। একদিকে নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, অন্যদিকে বন্যা ও জলমগ্ন অবস্থায় ধুঁকছে একাধিক জেলা।
রত্নাগিরি, সাংলি ও কোলাপুরে নদী উপচে পড়ছে, অন্যদিকে নান্দেডের মুখেদ তহসিলে বাড়িঘর জলে তলিয়ে গেছে। প্রবল বৃষ্টির জেরে সোমবার সকালে রাধানগরী বাঁধের সাতটি গেট খুলে দিতে বাধ্য হয় প্রশাসন। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে যাঁরা নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন।
এদিকে মুম্বইতে টানা বৃষ্টির জেরে তৈরি হয়েছে জলজট। বন্ধ রেল, ব্যাহত সড়ক ও বাস পরিষেবা। নিম্নাঞ্চল প্রায় অচল।
আবহাওয়া দফতর ১৮ ও ১৯ আগস্ট মুম্বইয়ের জন্য জারি করেছে রেড অ্যালার্ট, চরম ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে। ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল। এনডিআরএফ (NDRF)-এর একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিস্থিতির জন্য। নাগরিকদের অনুরোধ করা হয়েছে ঘরের বাইরে না বেরোতে এবং প্রশাসনের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে।