নিউজ ফ্রন্ট, কলকাতাঃ
দেশের একাধিক রাজ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, হিমাচল প্রদেশ, ওড়িশা এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় বৃষ্টি তীব্র হতে পারে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, পূর্ব মধ্য প্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও আগামী ২-৩ দিন ভারী বৃষ্টি চলতে পারে।
এছাড়াও, আন্দামান-নিকোবর, ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীর, বিহার ও লাদাখের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় বইতে পারে শক্তিশালী ভূপৃষ্ঠীয় বাতাস। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি
আগামী বুধবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক ড. সোমনাথ দত্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।