নিউজ ফ্রন্ট, ২৭ জুন: ওড়িশাসহ আজ সারা দেশ জগন্নাথের জয়ধ্বনিতে মুখরিত। পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রা শুরু হয়ে গেছে। তবে ভগবান জগন্নাথের রথ টানার সময় একসাথে লাখো মানুষের সমাগম হয়। ঠিক সেই সময় অতিরিক্ত গরমের কারণে ৮ থেকে ১০ জন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন। প্রশাসনের তরফে জানানো হয়েছে সেখানে কোনওরকম হুড়োহুড়ি পদদলিত হওয়ার ঘটনা ঘটে নি।
রথযাত্রার এই পবিত্র অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন। প্রচণ্ড গরম এবং ভিড়ের কারণে কিছু ভক্তের শারীরিক অসুবিধা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের তৎপর হস্তক্ষেপে অজ্ঞান হওয়া ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জগন্নাথের এই মহান রথযাত্রা উৎসবে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখা হয়েছে এবং ভক্তদের সুবিধার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে হাজার হাজার মানুষ একসাথে ভক্তিতে মাতোয়ারা — উন্মাদনার মধ্যেও প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়।