প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, রাজ্যপালের বার্তা—গুরুপ্রেমে স্নাত আজকের দিন
আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা। আজকের দিনে দেশের নানা প্রান্তে পালিত হচ্ছে গুরু-বন্দনার উৎসব। বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় আয়োজন হয়েছে বিশেষ অনুষ্ঠানের। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।
নিউজ ফ্রন্ট, ১০ জুলাইঃ
আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি—গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। হিন্দু সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যে এই দিনটির তাৎপর্য অপরিসীম। এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হওয়ায় তাঁকে স্মরণ করে গুরু-তুল্য জ্ঞানের আরাধনা করা হয়।
এদিন বহু মানুষ ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের পূজা করেন।বিশেষত গুরুর উদ্দেশে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে দেশজুড়ে উদযাপিত হয় গুরু পূর্ণিমা। পশ্চিমবঙ্গ জুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় এদিন আয়োজিত হয়েছে বিশেষ পূজা, যজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলুড় মঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুর, দক্ষিণ কলকাতার মহানির্বাণ মঠ এবং বরানগরের মহামিলন মঠে দিনভর চলেছে গুরু বন্দনা ও ধর্মীয় আলোচনা। ভক্তদের ভিড়ে ভরে উঠেছে আশ্রম প্রাঙ্গণ।
এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গুরু পূর্ণিমা উপলক্ষ্যে শিক্ষক-গুরুর পাশাপাশি মাতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “জীবন গঠনে মায়েদের অবদান অপরিসীম। তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
গুরু পূর্ণিমা শুধু উৎসব নয়, এটি আত্মিক চর্চার, কৃতজ্ঞতার এবং নিজেকে নতুন করে গঠনের একটি দিন।
এবছরও সেই ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখেই পালিত হচ্ছে গুরু-বন্দনার উৎসব।