নিউজ ফ্রন্ট মালদা, ১৭ জুন: কালিয়াচক থানা এলাকার মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন আমীর শেখ নামে এক টোটোচালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার আমীর শেখ কালিয়াচকের দিকে আসছিলেন। এমন সময় আচমকাই দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝখানে পড়ে যান তিনি। সংঘর্ষের সময় ছোড়া গুলি এসে লাগে তাঁর শরীরে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর অবস্থার কারণে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় আমীরকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আমীরের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মালদা জেলায় একাধিক গুলিবাজির ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে।