বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী হবেন মুকেশ  সাহানি

নিউজ ফ্রন্ট, পাটনা, ২৩ অক্টোবর  
বিহারে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মহাজোট আজ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করল। আরজেডি (RJD) নেতা তেজস্বী প্রসাদ যাদব হবেন মুখ্যমন্ত্রী পদের মুখ, আর বিকাশশীল ইনসান পার্টির (VIP) সভাপতি মুকেশ  সাহানি হবেন উপমুখ্যমন্ত্রী, এই ঘোষণা দিলেন কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক ও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

পাটনায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা হয়, যেখানে মহাজোটের সাতটি সহযোগী দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। গেহলট বলেন, “আমাদের জোট স্পষ্টভাবে নেতৃত্ব ঠিক করেছে। এনডিএ এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ নিয়ে অনিশ্চিত।”

কংগ্রেসের বিহার প্রভারি কৃষ্ণা আল্লাভারুও একই ঘোষণা পুনর্ব্যক্ত করে বলেন, “তেজস্বী যাদব তরুণ, উদ্যমী ও বিহারের ভবিষ্যৎ গঠনে নিবেদিত একজন নেতা। মহাজোটের জয় হলে আরজেডি-কংগ্রেস-বামফ্রন্ট একসাথে বিহারকে নতুন পথে নিয়ে যাবে।”

তেজস্বী যাদব কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সহযোগীদের আস্থা আমার কাছে দায়িত্বের। বিহারের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও অভিযোগ করেন যে, “নির্বাচন কমিশন বিজেপির চাপে কাজ করছে। ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে গড়মিল করা হচ্ছে।”

মহাজোট যখন তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল, তখন বিজেপি (BJP) এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। বিজেপি নেতা প্রতুল শাহ দেও রাঁচিতে বলেন, বিরোধী নেতাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেশি যে, প্রতিটি নেতাই মুখ্যমন্ত্রী হতে চান। তিনি মহাজোটের বিরুদ্ধে বিহারের উন্নয়নের জন্য কোনো কাজ না করার অভিযোগ আনেন। বিজেপি নেতা আরও বলেন, এনডিএ (NDA) ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বেই নির্বাচনে লড়ছে এবং জনগণের আস্থা কেবল এনডিএ-র ওপরই রয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও পাল্টা জবাবে বলেন, “মহাজোটের সরকার গঠনের কোনো প্রশ্নই নেই, কারণ তাঁর সরকারই বিহারে উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণ জানে কে কাজ করে আর কে কেবল প্রতিশ্রুতি দেয়।”

রাজনৈতিক মহল বলছে, এই ঘোষণার মাধ্যমে বিহারের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। তেজস্বী যাদবের নেতৃত্বে যুব ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করবে মহাজোট, অন্যদিকে অভিজ্ঞ নীতীশ কুমার ও বিজেপি জোট উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *