নয়াদিল্লি, ২১ আগস্ট :
নিউইয়র্কে আয়োজিত বার্ষিক “Made by Google” অনুষ্ঠানে নতুন পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করল গুগল। প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের এই শাখা এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) আরও গভীরভাবে তাদের ডিভাইস ইকোসিস্টেমে সংযুক্ত করার ওপর জোর দিয়েছে।
এই ইভেন্টে লঞ্চ করা হয়েছে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং Pixel 10 Pro Fold (ফোল্ডেবল মডেল)
এছাড়াও আপডেটেড Pixel Watch 4 এবং Pixel Buds 2a বাজারে এনেছে সংস্থা। এর পাশাপাশি PixelSnap-সমর্থিত চার্জার, কভার ও স্ট্যান্ডের মতো নতুন এক্সেসরিজও দেখানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত বছরের তুলনায় এবারের লঞ্চে পরিবর্তনগুলো ছিল তুলনামূলকভাবে সংযমী, তবে মূল ফোকাস ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচারগুলিকে আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা।