গম্ভীরা সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, গুজরাটে মৃত্যু ৯, আহত আরও ৯

 ভদোদরা, গুজরাট | ৯ জুলাই:
মঙ্গলবার ভোররাতে গুজরাটের ভদোদরা জেলার পদরা সংলগ্ন গম্ভীরা সেতু ভেঙে পড়ায় মর্মান্তিক দুর্ঘটনার সৃষ্টি হয়। সেতুর একাংশ হঠাৎই ধসে পড়লে পাঁচটি গাড়ি সোজা নীচের মহিসাগর নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের, আহত হয়েছেন আরও ৯ জন

দুর্ঘটনার পরপরই শুরু হয় বড়সড় উদ্ধার অভিযান। স্থানীয় বাসিন্দা ও সাঁতারুরা উদ্ধারকাজে হাত লাগান। আনন্দ জেলার দমকল বিভাগ থেকে তিনটি বোট ও দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

ভদোদরার জেলা শাসক অনিল ধামেলিয়া জানান, ‘‘দুর্ঘটনা ঘটার পরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। একের পর এক গাড়ি নদীতে ডুবে গেছে।’’

এনডিআরএফ-এর বিশেষজ্ঞ দল পৌঁছে গেছে ঘটনাস্থলে। তাদের সঙ্গে রয়েছে ইনফ্লেটেবল রেসকিউ বোট, আউটবোর্ড মোটর, এবং দীপ ডাইভার। নদীতে ডুবে যাওয়া যানবাহনগুলো টেনে তোলার চেষ্টা চলছে।

গুজরাট সরকার ইতিমধ্যেই সেতু ভাঙার কারণ অনুসন্ধানে একটি টেকনিক্যাল তদন্ত কমিটি গঠন করেছে। সেতুর বাকি অংশ ঝুঁকিপূর্ণ কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘এক্স’-এ দেওয়া বার্তায় তিনি লেখেন,
গুজরাটের ভদোদরা জেলায় সেতু ধসের ঘটনায় প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। যাঁরা আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

সরকারের তরফে মৃতদের পরিবারকে লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে।

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে, আরও আপডেটের জন্য নজর রাখুন নিউজ ফ্রন্ট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *