বাংলাদেশী সন্দেহে আটক হলেও নথিপত্র যাচাইয়ের পর ভারতীয় বলে নিশ্চিত করল মুর্শিদাবাদ পুলিশ
নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ, ২৪ জুলাই: হরিয়ানার গুরুগ্রামে ‘বাংলাদেশী’ সন্দেহে আটক মুর্শিদাবাদের চারজন ব্যক্তিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটল। মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের নথিপত্র ও তথ্য যাচাই করার পর নিশ্চিত করা হয়েছে যে, তারা সকলেই ভারতীয় নাগরিক। এই সংক্রান্ত একটি রিপোর্ট হরিয়ানা সরকারকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ই জুলাই মুর্শিদাবাদের এই চারজনকে গুরুগ্রামে আটক করা হয়েছিল। হরিয়ানার ডিজিপি মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে তাঁদের নথিপত্র ও তথ্য যাচাই করার জন্য ই-মেল করেছিলেন।
রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া আজমালুদ্দীন শেখ বহরমপুরের কান্দিবান্ধা গ্রামের বাসিন্দা, বিলাল শেখ বেলডাঙ্গার বড়ুয়ার, শওকত শেখ রওশনবাগের এবং নাসিমুদ্দীন মন্ডল ধরমপুরের বাসিন্দা।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থার যে তথ্য তুলে ধরেছেন, কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী তার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বাংলাভাষী ও বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন এবং এই ধরনের মন্তব্য রাজ্যের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
এই ঘটনা আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং ভিন রাজ্যে তাদের হেনস্থার বিষয়টি সামনে নিয়ে এসেছে। একই সাথে, ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বিতর্ক এবং এর রাজনৈতিক ব্যবহার নিয়েও আলোচনা জোরদার হয়েছে।