নিউজ ফ্রন্ট, ২২শে আগস্ট :
শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শুক্রবার কলম্বোয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (CID) দপ্তরে হাজিরা দিতে এসে গ্রেপ্তার হন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে লন্ডনে একটি ব্যক্তিগত সফরে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করেছিলেন তিনি। জানা গেছে, ওই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়া। তদন্তকারীরা দাবি করেছেন, সফরটি ছিল ব্যক্তিগত, অথচ সেটিকে সরকারি বিদেশ সফরের অংশ হিসেবে দেখিয়ে সরকারি কোষাগার থেকে টাকা ব্যয় করা হয়েছিল।
উল্লেখযোগ্য, রনিল বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। তাঁর বিরুদ্ধে এই মামলাটি বর্তমানে বড়সড় রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।