সুন্দরবনে জলোচ্ছ্বাস, দুর্যোগে উত্তাল দক্ষিণ ২৪ পরগনা — নদীর নোনা জল ঢুকছে লোকালয়ে

News Front Desk | দক্ষিণ ২৪ পরগনা | ২৯ মে ২০২৫
নিম্নচাপ ও অমাবস্যার কটালের যুগলপ্রভাবে ফের বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকা।
গতরাত থেকে শুরু হওয়া অতিভারী বৃষ্টিতে সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনি, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা, গোসাবা ও কুলতলির একাধিক মাটির বাঁধ বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেহাল বাঁধ ফুঁড়ে ঢুকছে নদীর নোনা জল, প্লাবিত হচ্ছে লোকালয়।
বিশেষত গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জের মতো এলাকায় জলস্তর বেড়েছে কয়েক গুণ। প্রশাসনের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জেলা প্রশাসন থেকে ব্লক স্তর পর্যন্ত খোলা হয়েছে কন্ট্রোলরুম।
দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *