বন্যায় প্লাবিত ঘাটাল: লক্ষাধিক বাসিন্দা সংকটে

সংক্ষিপ্ত বিবরণ

নিউজ ফ্রন্ট, ঘাটাল, ২২ জুন :  আশঙ্কা সত্যি করে প্রতি বছরের ন্যায় এবারো বন্যার জলে প্লাবিত হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর। ২৪ ঘণ্টার মধ্যে জলের তলায় চলে গেল ঘাটাল ব্লকের শতাধিক গ্রাম। যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সেই নৌকা।

শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঘাটালপুর এলাকাসহ ওই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বর্ষার প্রথম বৃষ্টিতেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঘাটাল ব্লকের ১৫০টি গ্রাম বন্যায় প্রভাবিত, সম্পূর্ণভাবে জলমগ্ন শতাধিক গ্রাম,  ক্ষতিগ্রস্ত ঘাটাল শহরের ১২টি ওয়ার্ড। সংকটে লক্ষাধিক বাসিন্দা।

রাজ্য সড়ক জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন নৌকা ও ডিঙি নিয়ে যাতায়াত করছেন ঘাটালের মানুষজন। গ্রাম থেকে শহর বা এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে এখন নৌকাই একমাত্র ভরসা। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠেছে।ঘাটাল শহরের ১২টি ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বন্যার জলে জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যা আরও প্রকট হয়েছে। গ্রামীণ এলাকায় নলকূপ ও পুকুরের জল দূষিত হয়ে যাওয়ায় বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন।

দুর্গত এলাকায় প্রশাসনের উদ্যোগে ত্রাণ শিবির খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব শিবিরে আশ্রয় নিয়েছে।পানীয় জলের পাউচ, খাদ্যসামগ্রী সরবরাহ, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং  অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্গত এলাকায় নৌকা ও অন্যান্য জলযান মোতায়েন করা হয়েছে।

কৃষিপ্রধান এই অঞ্চলে বন্যার কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ধান, পাট ও সবজির ফসল নষ্ট হয়ে গেছে।আবহাওয়া দপতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রতি বছরই এই রকম বন্যা হয়। আমরা এই ভাবেই অভ্যস্ত। অসুখ বিসুক হলে ডাক্তারখানায় যাওয়ার খুবই অসুবিধা।  আর দাহ সংস্কারের খুব সমস্যা হয় শ্মশানে নিয়ে যেতে খুবই সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *