বন্যাদুর্গতদের বিক্ষোভ: শাসকদলের পতাকা হাতেই শাসকবিরোধী স্লোগান

নিউজ ফ্রন্ট, বাঁকুড়া, ২৩ জুন: কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার তালডাংরায় ত্রাণ শিবিরে খাবার ও পানীয় জলের অভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন বন্যা দুর্গতরা। শনিবার তালডাংরা-পাঁচমুড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

টানা বৃষ্টিতে পাড় ছাপিয়ে বাঁকুড়ার জয়পণ্ডা নদীর জল ঢুকে পড়ে তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বহু বাড়ি ধসে পড়ায় প্রায় ৬০টি পরিবারকে সরিয়ে আনা হয় স্থানীয় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ত্রাণ শিবিরে। কিন্তু অভিযোগ উঠেছে, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এই পরিবারগুলিকে খাবার ও পানীয় জল দেওয়া হয়নি। বাধ্য হয়ে খাদ্যের দাবিতে রাস্তায় নামেন বন্যা দুর্গতরা। উল্লেখযোগ্য বিষয় হল, শাসকদলের পতাকা হাতে নিয়েই শাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ মানুষজন।

রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে। তবে বন্যা দুর্গতদের মৌলিক চাহিদা পূরণে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *