নিউজ ফ্রন্ট | কলকাতা | ৮ জুলাই, ২০২৫
২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ সংক্রান্ত রাজ্য শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তির বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন একাংশ যোগ্য চাকরিপ্রার্থী।
এর আগে তাঁরা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে চার দফা দাবি জানিয়ে আবেদন করেন।
সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন—অযোগ্য প্রার্থীরা নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। তবে বিজ্ঞপ্তি বাতিল, যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় ও অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলিতে সিঙ্গল বেঞ্চ কোনও রায় দেয়নি।
এই পরিস্থিতিতে নতুন করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মামলাটি উত্থাপন করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। আগামীকাল (৯ জুলাই) এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
যোগ্য চাকরিপ্রার্থীরা মনে করছেন, তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে তাঁরা আইনের পথেই লড়াই চালিয়ে যাচ্ছেন।