এসআইআর অগ্রগতি পর্যালোচনায় রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক বৈঠক

নদীয়া ও মুর্শিদাবাদ, নিউজ ফ্রন্ট:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর-এর অগ্রগতি যাচাই করতে নির্বাচন কমিশনের একটি উচ্চস্তরের প্রতিনিধি দল আজ নদীয়া ও মুর্শিদাবাদে পৃথক বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

সকালে কৃষ্ণনগর কালেক্টরেটের মিটিং হলে প্রথম বৈঠকটি হয়। নদীয়ার জেলা শাসক অনীশ দাশগুপ্ত, জেলার নির্বাচন নিবন্ধন আধিকারিক, সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য সিনিয়র কর্তারা উপস্থিত ছিলেন। জেলার ভোটার তালিকা সংশোধনের বর্তমান পরিস্থিতি, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের অগ্রগতি এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিকেলে প্রতিনিধি দল পৌঁছে যায় মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানেও জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক নীতিন সিংহানিয়া, নির্বাচন নিবন্ধন আধিকারিক এবং অন্যান্য পদস্থ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জ্ঞানেশ ভারতীরা। জেলার বিভিন্ন ব্লক থেকে এসআইআর সংক্রান্ত রিপোর্ট, মাঠকর্মীদের চাপ, অভিযোগের প্রকৃতি এবং তথ্য যাচাইয়ের গতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এর আগে গতকাল কলকাতায় উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরওদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে কমিশন স্পষ্ট নির্দেশ দেয়, মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনও অবস্থাতেই ভোটার তালিকায় রাখা যাবে না। সংশোধন চলাকালীন প্রতিটি নাম যাচাইয়ের ক্ষেত্রে কঠোরভাবে নির্দেশিকা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের এই ধারাবাহিক বৈঠকের উদ্দেশ্য চলতি এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং ত্রুটিমুক্ত করা। মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি জানার পাশাপাশি জেলার প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখাই ছিল প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *