নিউজ ফ্রন্টঃ অর্থ পাচার মামলায় ঝাড়খণ্ডে ফের বড়সড় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সকালে রাঁচি ও হাজারিবাগ মিলিয়ে মোট ৮টি ঠিকানায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চলে প্রাক্তন মন্ত্রী যোগেন্দ্র সাউ ও তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায়।
তদন্তকারীদের অভিযোগ, বেআইনি বালি খাদান চালানো, জোর করে অর্থ আদায় এবং জমি দখলের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগে অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, অভিযানের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, আর্থিক তথ্য এবং সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী সাউয়ের বিরুদ্ধে জোরালো প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও চলতি বছরের ১২ মার্চ রাঁচিতে একই মামলার সূত্র ধরে ইডি একাধিক জায়গায় হানা দিয়েছিল। সেই সময়েও বেআইনি খনন ও জমি আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালানো হয়েছিল। আজকের অভিযান সেই আগের তদন্তেরই সম্প্রসারিত ধাপ বলে মনে করা হচ্ছে।
এদিকে, এখনও পর্যন্ত অভিযুক্ত পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।