ডুরান্ড কাপের আলাদা গ্রুপে ইস্টবেঙ্গল,মোহনবাগান

নিউজ ফ্রন্টঃ ঘোষিত হয়ে গেল ডুরান্ড কাপের ক্রীড়াসূচি। ২৩ তারিখ প্রথম ম্যাচে যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি। একই গ্রুপে মোহনবাগান, মহামেডান ও ডায়মন্ড হারবার এফসি।রাষ্ট্রপতি ভবনে ১৩৪ তম ডুরান্ড কাপের উদ্বোধন হল।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি হলো :
গ্রুপ এ (কলকাতা) : ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড, ইন্ডিয়ান এয়ারফোর্স, নামধারী এফসি।
গ্রুপ বি (কলকাতা) : মোহামেডান এসসি, ডায়মন্ড হারবার এফসি, মোহন বাগান, বর্ডার সিকিউরিটি ফোর্স।
গ্রুপ সি (জামশেদপুর) : জামশেদপুর এফসি, বিদেশী দল ১, ইন্ডিয়ান আর্মি, ওয়ান লাদাখ এফসি।
গ্রুপ ডি (কোকরাঝাড়) : ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, কার্বি আংলং মর্নিং স্টার এফসি, বড়োল্যান্ড এফসি, পাঞ্জাব এফসি।
গ্রুপ ই (শিলং) : শিলং লাজং এফসি, রাঙ্গদাজিদ ইউনাইটেড এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বিদেশী দল ২।
গ্রুপ এফ (ইম্ফল) : ট্রাউ এফসি, নেরোকা এফসি, ইন্ডিয়ান নেভি, রিয়াল কাশ্মীর এফসি।

প্রতিযোগিতার সম্ভাব্য দু’টি বিদেশী দল হলো ইন্দোনেশিয়ান আর্মি ও ত্রিভুবন আর্মি (নেপাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *