কলকাতা | ১৬ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বকর্মা পুজো শেষ হতেই চারিদিকে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। উৎসবের আমেজে মেতে উঠেছে রাজ্যবাসী। তবে আবহাওয়ার রুক্ষ মেজাজ উৎসবের আনন্দে ভাঁটা ফেলতে চলেছে। আকাশের আচরণে ইতিমধ্যেই দুশ্চিন্তা বেড়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসনের মধ্যে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
🔶 উত্তরবঙ্গে কমলা সতর্কতা
আজ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।
🔶 দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
এর মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, নদীয়া, হুগলি এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
🌧️ উৎসবের আগে দুশ্চিন্তা
পুজোর আগে বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে পুজো কমিটি এবং ব্যবসায়ীদের মধ্যে। কারণ বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির কাজ থেকে শুরু করে কেনাকাটা—সবেতেই প্রভাব পড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রভাব অব্যাহত থাকতে পারে।