আলোয় মেতে উঠল দেশ: দীপাবলি উৎসবে উচ্ছ্বাস, দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

নয়াদিল্লি, ২০ অক্টোবর:
আলোয়, আনন্দে ও ভক্তিতে আজ দীপাবলির আমেজে মেতেছে গোটা দেশ। অশুভের উপর শুভের জয়কে প্রতীকী করে তোলা এই আলোর উৎসব আজ পালিত হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, “দীপাবলি আমাদের জীবনে আলো, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের সমাজে ঐক্য ও মানবতার মূল্যবোধকে আরও দৃঢ় করুক।”

প্রধানমন্ত্রী মোদীও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দীপাবলির এই শুভক্ষণে আমি প্রত্যেক ভারতবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি। অন্ধকার দূর করে আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।”

রাজধানী দিল্লির মন্দির, বাজার, ও আবাসনগুলো আজ সাজানো হয়েছে আলোয় ও ফুলে। লক্ষ্মী ও গণেশের পূজায় মেতে উঠেছেন ভক্তরা। সন্ধ্যার পর দিল্লির আকাশে উড়ে উঠেছে প্রদীপের আলো ও আলোকসজ্জার ঝলকানি।

একইসঙ্গে, উৎসবের রাতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি পুলিশের সমস্ত থানায় অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। জনবহুল বাজার এলাকা, শপিং হাব, মন্দির ও পর্যটনস্থলে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী (CAPF)-এর সদস্যরাও মোতায়েন রয়েছেন। শহরজুড়ে ড্রোন নজরদারির পাশাপাশি, মেট্রো স্টেশন ও বাস টার্মিনাসে চলছে চেকিং।

পুলিশ জানিয়েছে, উৎসবের আনন্দ বজায় রাখার পাশাপাশি শব্দদূষণ ও দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর অঞ্চলে গ্রিন ফায়ারক্র্যাকার’ বা পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি দিয়েছে, তবে শুধুমাত্র ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত, সকাল ৬টা থেকে ৭টা ও রাত ৮টা থেকে ১০টার মধ্যে সীমিত সময়ে।

দিল্লির পাশাপাশি মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও লখনউতেও আজ দীপাবলির উৎসবে রাস্তাঘাটে জমজমাট ভিড়। পাড়ায় পাড়ায় চলছে দীপ জ্বালানো, মিষ্টি বিলি ও আতসবাজির ঝলক। দেশজুড়ে দীপাবলির এই উৎসব শুধু আলো নয়, একতার প্রতীকযেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রে প্রার্থনা করছেন শান্তি, সমৃদ্ধি ও মানবতার জয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *