আইজলের সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগ: এক নতুন দিগন্তের সূচনা

মিজোরামের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ

নিউজ ফ্রন্টঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিজোরামের রাজধানী আইজল ভারতের মূল রেল মানচিত্রে সরাসরি যুক্ত হতে চলেছে। আগামীকাল (১৩ সেপ্টেম্বর) সকালে আইজলের নিকটবর্তী সাইরাং স্টেশন থেকে প্রথম ট্রেন উদ্বোধনী যাত্রায় রওনা হবে। সকাল ১০টায় যাত্রা শুরু করে ট্রেনটি পরদিন বিকেল ৫টার মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছাবে বলে রেল সূত্রে জানা গেছে।

এরপর আসছে ১৬ সেপ্টেম্বর থেকে নিয়মিতভাবে চলবে কলকাতা-সাইরাং ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস। এই ট্রেনটি কলকাতা ও মিজোরামের মধ্যে যাতায়াতের একটি নতুন অধ্যায় সূচনা করবে।

কলকাতা থেকে সাইরাং পর্যন্ত যাত্রাপথে এই ট্রেনটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। রেল সূত্র জানিয়েছে, যাতায়াতের পথে ট্রেনটি উত্তরপূর্ব সীমান্ত রেলের বদরপুর জংশন, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন স্টেশনে যাত্রাবিরতি করবে। এই স্টপেজগুলো মিজোরামকে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রধান শহরগুলির সঙ্গে যুক্ত করবে।

এই রেল যোগাযোগ স্থাপনের পেছনে রয়েছে ভারতীয় রেলের প্রকৌশলীদের নিরলস পরিশ্রম এবং অসামান্য কারিগরি দক্ষতা। প্রায় ৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ বাইরাবি-সাইরাং রেললাইন প্রকল্প ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, মিজোরামের বন্ধুর পার্বত্য অঞ্চলে রেলপথ নির্মাণ করতে হয়েছে। এই রুটে রয়েছে ৪৮টি সুড়ঙ্গ এবং ৫৫টি বড় সেতু। এর মধ্যে একটি সেতু ১১৪ মিটার উঁচু, যা ভারতের অন্যতম উচ্চতম রেল সেতু।

এই নতুন রেল সংযোগের ফলে মিজোরামের পণ্য পরিবহণ সহজ হবে, যা কৃষি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশে সহায়ক হবে। পর্যটন শিল্পেও এর ইতিবাচক প্রভাব পড়বে, কারণ পর্যটকরা এখন আরও সহজে আইজলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে মিজোরাম এখন দেশের মূলধারার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *