উত্তর ভারত জুড়ে ‘ওঁ নমঃ শিবায়’ ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ
নিউজ ফ্রন্ট, ২১ জুলাই: পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের আশায় উত্তর ভারত জুড়ে ভক্তরা মন্দিরগুলিতে ভিড় জমিয়েছেন। মনোবাঞ্ছা পূরণ এবং আধ্যাত্মিক উন্নতির কামনায় তাঁরা উপবাস ও বিশেষ প্রার্থনা করছেন।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাসটি ভগবান শিব এবং দেবী পার্বতীর আরাধনার জন্য উৎসর্গীকৃত। এই মাসের প্রতিটি সোমবার শিব পূজা ও ব্রত পালনের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ভক্তরা বিশ্বাস করেন যে, এই দিনে নিষ্ঠাভরে পূজা ও উপবাস করলে তাঁদের মনের ইচ্ছা পূরণ হয়, দাম্পত্য সম্পর্ক সুদৃঢ় হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে।
আজ সকাল থেকেই প্রধান মন্দিরগুলিতে ভক্তদের দীর্ঘ সারি দেখা গেছে। শহর ও নগর জুড়ে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, যা ভোলেনাথের প্রতি ভক্তদের গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করছে। এই পবিত্র দিনে ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করে মহাদেবের কৃপা প্রার্থনা করছেন।
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে আজ উত্তর ভারতের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। ভোর থেকেই শিবভক্তরা সারিবদ্ধভাবে মন্দিরে এসে গঙ্গাজল, বেলপাতা, দুধ ও ধুতুরা দিয়ে মহাদেবের পুজো অর্পণ করেন। হরিদ্বার, বারাণসী, দিল্লি, আগ্রা, কানপুর, পাটনা প্রভৃতি শহরের মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো।
শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির আশায় আজকের এই শ্রাবণ সোমবারকে স্মরণীয় করে রাখলেন লাখ লাখ শিবভক্ত।