সাগরপাড়ায় অস্ত্র-গুলি সহ ধৃত ডাকুল, মে মাসেই মুর্শিদাবাদে একাধিক অস্ত্র উদ্ধারের ঘটনা

News Desk | মুর্শিদাবাদ | ২৬ মে ২০২৫

 অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ফের বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের। বেআইনি অস্ত্র পাচার ও চোরাচালানের বিরুদ্ধে চলা ধারাবাহিক অভিযানের মধ্যেই সোমবার রাতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হল এক যুবক
সংশ্লিষ্ট ঘটনায় সাগরপাড়া থানার পুলিশের তৎপরতা ও সঠিক তথ্যের ভিত্তিতে চক্রের এক সদস্য ধরা পড়ল।

২৬ মে রাত প্রায় ৮টা ১৫ মিনিটে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালায় নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায়।
অভিযানে গ্রেফতার করা হয় নূর আলম সরকার ওরফে ডাকুল বাড়ি সাগারপাড়ার রামকান্তপুর গ্রামে।

তাঁর হেফাজত থেকে যা উদ্ধার হয়: একটি দেশি তৈরি লোহার পাইপগান (দৈর্ঘ্য: ১১.৫ ইঞ্চি) ও ২ টি গুলি।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

 ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বা গুলির কোনও বৈধ লাইসেন্স বা নথিপত্র দেখাতে পারেননি। ফলে তাঁকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
এই ঘটনায় সাগরপাড়া থানায় মামলা দায়ের হয়েছে, এবং ধৃতকে বহরমপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM)-এর আদালতে তোলা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে, যাতে চক্রটির অন্যান্য সদস্যদের খোঁজ পাওয়া যায়।

প্রসঙ্গত উল্লেখ্য:

এই মাসেই মুর্শিদাবাদ জেলা পুলিশের বিভিন্ন অভিযানে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটেছে।

২৫ তারিখ রাতে ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ ২ দুষ্কৃতিকে আটক করে ডোমকল থানার পুলিশ।

১৪ মে ২০২৫ – রানীনগরে এক চোরাকারবারীর কাছ থেকে উদ্ধার হয় ১টি আগ্নেয়াস্ত্র ও ২টি গুলি।

১৫ তারিখে ডোমকলে আগ্নেসাত্র সহ ধরা পড়ে নদিয়ার প্রকাশ প্রামানিক নামে এক বাক্তি।
 ২২ মে ২০২৫ – বহরমপুরে উদ্ধার হয় ৭টি দেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোটরবাইক।

এই গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের ঘটনা মে মাসজুড়ে মুর্শিদাবাদে একাধিক বড় অস্ত্র অভিযান-এর ধারাবাহিকতা বলেই মনে করছে প্রশাসন।

 পুলিশের দাবি, এই ধারাবাহিকতা বজায় রেখেই অস্ত্র চক্রকে নির্মূল করা হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

 এই ঘটনাগুলির মাধ্যমে স্পষ্ট যে, মুর্শিদাবাদ জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় অস্ত্র পাচারের বিরুদ্ধে সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *