নিউজ ফ্রন্ট, মেদিনীপুরঃ
স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের “সন্ত্রাসবাদী” বলে উল্লেখ করায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী জানিয়েছেন, “এই ঘটনার পিছনে ছাপার ভুল রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।” বিষয়টি উপাচার্যের নজরে আসার পরপরই পরীক্ষা নিয়ামককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আজ, অর্থাৎ ১১ জুলাই-এর মধ্যেই ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এই গাফিলতির তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক শিক্ষক সংগঠন। তাঁদের অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীদের সম্মানহানিকর ভাষায় বর্ণনা করে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বিশ্ববিদ্যালয়ের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তদন্তে যদি প্রমাণিত হয় যে প্রশ্নপত্রে ব্যবহৃত শব্দ বেছে নেওয়ার ক্ষেত্রে অবহেলা বা উদ্দেশ্যপ্রণোদিত কিছু ঘটেছে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এই ধরনের ঘটনা নতুন নয়। গত কয়েক বছর ধরেই বিভিন্ন বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিতর্কিত শব্দচয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাব্যবস্থার এইসব ‘ত্রুটি’ নিয়ে সমাজের বিভিন্ন মহলের উদ্বেগ বাড়ছে।