নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদঃ
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বড়সড় মাদকবিরোধী অভিযান চালাল জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা থানা। গতকাল বিকেলে ফারাক্কা ব্যারাজের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নাকা পয়েন্টে আটক করা হয় একটি কন্টেনার। তল্লাশিতে উদ্ধার হয় ১৬৮ কেজি গাঁজা, যার বাজারমূল্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলনে এসডিপিও শেখ সামসুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে মাদকটি মধ্যমগ্রামে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃত চালকের নাম মিঠুন দোলুই (৩৫), বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকায়।
ওই কন্টেনার আটক করার পর নির্দিষ্ট মামলা রুজু করেছে ফারাক্কা থানা। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনসহ বিশেষ আদালতে পেশ করা হয়েছে। এই চক্রে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।